At Citizen Care Bangladesh, we believe healthcare should begin where life happens- at home. Our purpose is to bridge the gap between people and proper medical attention by delivering professional, compassionate, and reliable health services right to the doorstep. Whether it's regular monitoring, specialist consultations, or advanced medical coordination, we exist to make healthcare less about stress and more about healing.
We promise to walk beside our patients like family — with integrity, dignity, and a deep understanding of their needs. Every nurse's visit, sample collected, and consultation arranged reflects our commitment to restoring comfort, trust, and confidence in care. With Citizen Care Bangladesh, healthcare is not a service you seek — it’s a support system that comes to you.
Citizen Care Bangladesh একটি বিশ্বস্ত ও সময়োপযোগী হোম হেলথকেয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান, যা স্বাস্থ্যসেবাকে নিয়ে এসেছে আপনার দোরগোড়ায়। আমরা বিশ্বাস করি—স্বাস্থ্যসেবা যেন হয় সহজলভ্য, সময়মত, আরামদায়ক এবং মানবিক।
যখন জীবন ব্যস্ত, সময় কম, হাসপাতালের লম্বা লাইন আর ক্লান্তিকর যাত্রা আপনাকে নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা থেকে দূরে রাখে—ঠিক তখনই আমরা আপনাকে দিচ্ছি ঘরে বসে ব্যক্তিগত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা।
আমাদের Loyal Membership এর আওতায় আপনি পাচ্ছেন একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য পর্যবেক্ষণ প্যাকেজ, যাতে অন্তর্ভুক্ত রয়েছে:
আমাদের লয়াল মেম্বাররা ঘরে বসেই পাচ্ছেন পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা—প্রতিবার ভিজিটে মাত্র ১৫০ টাকায় প্রশিক্ষিত BSc নার্স বা মেডিকেল অফিসার বাড়িতে গিয়ে নিয়মিত স্বাস্থ্য যাচাই করেন, প্রতিবার ২০০ টাকায় পেশাদার নিউট্রিশনিস্ট মাসে একবার এসে দেন ব্যক্তিগত ডায়েট পরামর্শ, আর প্রতি ৩ মাসে একজন অভিজ্ঞ MBBS ডাক্তার ঘরে গিয়ে হেলথ চেকআপ ও প্রয়োজনীয় প্রেসক্রিপশন প্রদান করেন, যার প্রতিবারের ভিজিট ফি মাত্র ২০০ টাকা।
এর পাশাপাশি, সদস্যরা উপভোগ করতে পারেন মেডিকেল টেস্ট, ওষুধ সরবরাহ, হাসপাতাল ডিসকাউন্ট, টেলিমেডিসিন ও হেলথ ট্যুরিজমসহ আরও নানা এক্সটেনডেড সেবা—সবকিছুই এক ছাতার নিচে, ঘরের আরামে।
আমরা শুধু রোগ সারাতে নয়, রোগ প্রতিরোধে বিশ্বাসী। এ কারণে প্রতিটি সদস্যের জন্য গঠন করা হয় একটি Health Record Book, যা অনুযায়ী চলে নিয়মিত পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও পরামর্শ প্রদান।
আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট:
স্বাস্থ্যসেবা হোক সহজ, নিরাপদ ও সবার জন্য গ্রহণযোগ্য—নিজের ঘরেই।
Citizen Care Bangladesh–এ আমরা প্রতিশ্রুতিবদ্ধ একটি সুস্থ, সচেতন ও সহানুভূতিশীল বাংলাদেশ গঠনে।
Founder, Chair, & CEO
Incoming CEO of Praava Health
Chief Medical Officer